অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে লক্ষ্য করে বোতল, পাথর এবং গাছের ডালাপালা ছুড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনোস আইরেসে নির্বাচনী প্রচারণা চালাতে যান তিনি। সেখানে তোপের মুখে পড়েন তিনি।
প্রেসিডেন্টের বোনের একটি দুর্নীতির তথ্য সম্প্রতি সামনে এসেছে। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ ছিলো। নির্বাচনী প্রচারণায় গেলে সেই ক্ষোভ থেকে তাকে লক্ষ্য করে পাথর মারেন অনেকে। তখন তিনি একটি ছাদখোলা গাড়িতে ছিলেন।
পাথর, বোতল মারার পর প্রেসিডেন্ট মিলেইলেকে দ্রুত তার বুলেটপ্রুফ গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। তখন মিলেইয়ের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের মারামারি বেধে যায়।
আগামী অক্টোবরে আর্জেন্টিনায় মধ্যবর্তী নির্বাচন হবে। সেটির প্রচারণা চালাতেই গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিক্ষোভকারীদের হামলার মুখে পড়ার সময় রাজধানীর লোমাস দে জোমরা শহরে ছিলেন মিলেই। ওই সময় তার ছাদখোলা গাড়িতে দুর্নীতিতে অভিযুক্ত তার বোন কারিনা মিলেইও ছিল। তিনিও দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
লোমাস দে জোমরা প্রেসিডেন্ট মিলেইয়ের বিরোধীদলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানকার এক বাসিন্দা বলেছেন, মিলেই এখানে উস্কানি দিতে এসেছিলেন।
আর্জেন্টিনার প্রতিবন্ধী সংস্থার সাবেক প্রধান দিয়েগো স্পাগনুলোর একটি অডিও ফাঁস হয়। এতে শোনা যায়, প্রেসিডেন্ট মিলেইয়ের বোন প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করেছেন।
তবে প্রেসিডেন্ট তার বোনের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন দিয়েগো স্পাগনুলোর যা বলেছেন তার সব মিথ্যা।
এদিকে বোনের অর্থ আত্মসাৎ ক্যালেঙ্কারির জন্য বেকায়দায় পড়েছেন প্রেসিডেন্ট মিলেই। অডিওটি এমন সময় ফাঁস হয়েছে যখন মধ্যবর্তী নির্বাচনে তার সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান