নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:১৬। ২ জুলাই, ২০২৫।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন ইউজিসির

ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:১৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রতিনিধিদল।

শনিবার কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার নেতৃত্বে ৩ সদস্যের কমিটি বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমিও সরেজমিনে পরিদর্শন করে প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ  প্রথম পরীক্ষা মিস করা শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

এসময় ইউজিসি’র অতিরিক্ত পরিচালক মো. আব্দুল মান্নান এবং সহকারী পরিচালক বিএম সোহেল রানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক, প্রশাসনিক, আর্থিকসহ বিভিন্ন বিষয় অনুসন্ধানে কমিশন এ কমিটি গঠন করে।

আরও পড়ুনঃ  জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।

এ সময় বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্টার, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।