নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১০:২৭। ২৫ আগস্ট, ২০২৫।

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

আগস্ট ২৪, ২০২৫ ৭:১৬
Link Copied!

অনলাইন ডেস্ক : শনিবার রাতে আল আহলির কাছে টাইব্রেকারে ৩-৫ গোলে হেরে সৌদি সুপার কাপের শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে আল নাসর। ক্লাবের হয়ে শিরোপা জেতা না হলেও হংকং স্টেডিয়ামে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের জার্সিতে ন্যুনতম ১০০টি করে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন সিআর সেভেন।

আরও পড়ুনঃ  ইসিজি নেই, চিকিৎসক নেই, চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নয়, শুধু রেফার!

আল আহলি ও আল নাসরের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে হেরে যায় আল নাসর। এর আগে ম্যাচের প্রথমার্ধে আল আহলির বিপক্ষে গোল পান রোনালদো। ৪১তম মিনিটে টাইব্রেকারে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এটি ছিল আল নাসরের হয়ে তার ১০০তম গোল।

আরও পড়ুনঃ  চাঁদাবাজমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই : মুজিবুর রহমান

অর্থাৎ সেই গোলের মাধ্যমে চার ক্লাবের হয়ে অন্তত ১০০টি করে গোল করার রেকর্ড স্পর্শ করেন ৪০ বছরের রোনালদো। এর আগে ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাডেটের হয়ে করেছেন ১৪৫ গোল। পরবর্তীতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৪৫০টি গোল করেন। এরপর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেন সিআর সেভেন।

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইতিহাসে তিনজন ফুটবলার আছেন, যারা অন্তত তিনটি ক্লাবের হয়ে ১০০ কিংবা তার বেশি গোল করেছেন। এই তালিকায় প্রথমজন ইসিদরো ল্যাঙ্গারা। স্পেনের হয়ে ১৯৩০-১৯৪৮ পর্যন্ত খেলেছেন তিনি। এছাড়া ব্রাজিলিয়ান তারকা রোমারিও ও নেইমারও তিন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে রোনালদোই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।