নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৬:৩৮। ১২ জুলাই, ২০২৫।

ইমোতে প্রেমের পর ব্ল্যাকমেইল, চক্রের ১২ সদস্য আটক

জুলাই ৯, ২০২৫ ৭:৫৪
Link Copied!

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর মাধ্যমে প্রতারণা এবং মাদক সেবনের দায়ে প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

‎বুধবার (৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে ভিডিও কলে গোপনে ভুক্তভুগীদের অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। ইমো ব্যবহার করে প্রবাসীদের সঙ্গে প্রতারণার সময় তাদের হাতেনাতে আটক করা হয় । এছাড়া তারা এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবী হিসেবেও পরিচিত।

আরও পড়ুনঃ  ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড

অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২টি বাটন মোবাইল ফোন, ৩০টি সিমকার্ড, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় অস্ত্র এবং স্বল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

‎লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, সেনাবাহিনীর অভিযানে আটক ১২ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি ৮ জনকে সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।