নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৬:০৪। ১২ জুলাই, ২০২৫।

ইসরায়েলের সঙ্গে সংঘাতের ১২ দিনে ১২ ইরানি সাংবাদিক নিহত

জুলাই ১০, ২০২৫ ১১:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : ইসরায়েল সংঘাতের ১২ দিনে কমপক্ষে ১২ জন ইরানি সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা। বৃহস্পতিবার ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে ইরনা।

বাসিজ ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট বিভাগ ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি শাখা সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাসিজের পক্ষ থেকে বলা হয়েছে, “সত্যের কণ্ঠস্বর বন্ধ করে দিতে এবং প্রতিরোধী পক্ষের সংবাদমাধ্যমকে কোনঠাসা করতে ১২ দিনের সংঘাতের সময় পরিকল্পিতভাবে ইরানের সংবাদ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে হামলাকারী বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

‘ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দোরগোড়ায়’— অভিযোগ তুলে গত ১৩ জুন দেশটির পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ২৫ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল।

আরও পড়ুনঃ  রাজশাহী সদর আসনে জামায়াতের প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর

যুদ্ধবিরতির ঘোষণার পর প্রাথমিকভাবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে সংঘাতে মোট নিহত হয়েছেন ৬৬০ জন। তবে পরে একাধিকবার নিহতের তালিকা পরিবর্তন করা হয়েছে। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, ইরান-ইসরায়েল সংঘাতে মোট নিহত হয়েছেন ১ হাজার ৫০ জন।

আরও পড়ুনঃ  রুয়েটে আইপিই ক্লাবের উদ্যোগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। সেই হামলায় সরকারি হিসেব অনুযায়ী ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন।

সূত্র : এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।