নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৭:৩০। ২৪ মে, ২০২৫।

উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টার

মে ২৩, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুরে নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম এবছরের শেষ নাগাদ চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির লিয়াজোঁ কর্মকর্তা অমিত সরকার। তিনি বলেন, ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে তাঁতিদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক সুবিধাসম্পন্ন এ ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান আর নেই

তিনি জানান, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচিগুলো এই ভবন থেকেই পরিচালিত হবে যা তাঁতিদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ ভবনটির কার্যক্রম শুরুর অপেক্ষায় প্রহর গুনছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

দপ্তরটির তথ্য মতে, সিরাজগঞ্জের সদর, কামারখন্দ, কাজিপুর ও তাড়াশ উপজেলায় প্রায় ১৬ হাজার তাঁতি রয়েছে যারা তাঁতশিল্পকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করছে। তাঁত পেশাকে বাঁচিয়ে রাখতে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সিরাজগঞ্জের তাঁত বোর্ড ওই চার উপজেলার তাঁতিদের মাঝে সহজ শর্তে সুদবিহীন ঋণ সুবিধা প্রদান করে থাকে। সিরাজগঞ্জের এই চার উপজেলায় আর্থ-সামাজিক প্রকল্পের আওতায় ৭৬৩ জন তাঁতির মাঝে মোট ৮ কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে। ঋণপ্রাপ্তদের মধ্যে পুরুষ ৬৯২ জন ও মহিলা ৭১ জন।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত আনসারীর সাক্ষাৎ

উল্লেখ্য যে, তাঁতিদের উন্নয়নের জন্য সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টারের ২টি প্রকল্প চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।