নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১১:১২। ১৩ মে, ২০২৫।

‘একা একা খেতে চাও’ বলা সেই মডেল আর নেই

আগস্ট ২০, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ মজার জিনিস স্বভাবতই মানুষ একা খেতে পছন্দ করে। ভাগ যত কম পড়বে ততই ভালো। এক্ষেত্রে দরজায় খিল দিয়ে খাওয়ার আইডিয়া একেবারেই মন্দ নয়। সেই ধারণা থেকেই নব্বই দশকে নির্মিত হয়েছিল একটি চিপসের বিজ্ঞাপন। যেখানে ভাগ থেকে বাঁচতে ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ বলা সংলাপে বিজ্ঞাপনটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

আরও পড়ুনঃ  ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা

সেসময় বিটিভিতে প্রচারিত বিজ্ঞাপনটির এই সংলাপ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তখন হঠাৎ একদিন তার মৃত্যুর খবর রটে যায়। পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হানিফ সংকেত তাকে অতিথি হিসেবে এনে জানিয়ে দেন, তিনি আসলে মারা যাননি, দিব্যি বেঁচে আছেন।

আরও পড়ুনঃ  ‘ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না’

তবে এবার আর রটনা নয়, সত্যি সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ‘একা একা খেতে চাও’ বলা বিজ্ঞাপনের সেই মডেল সাদ হোসেন। শুক্রবার (১৮ আগস্ট) কিডনিজনিত সমস্যায় ভুগে মারা যান তিনি। এই মডেলের মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন তার শ্যালক আরিফ আকতার শাকিব।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’ এছাড়াও সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়স্বজনরা মৃত্যুর খবর জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল : দীপিকা

সদ্যপ্রয়াত সাদ হোসেন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকতেন। জানা গেছে, সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। আমেরিকার মাটিতেই তাকে সমাহিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।