অনলাইন ডেস্ক : টলিউডের পরিচিত মুখ আয়েন্দ্রী রায় এবার পা রাখলেন বলিউডে। দেবচন্দ্রিমা সিংহরায়, অদ্রিজা রায়, দর্শনা বণিক, মিশমি দাসের মতো অভিনেত্রীদের পদাঙ্ক অনুসরণ করে তিনিও এবার হিন্দি ছবি অথবা টেলিভিশনে নিজের ছাপ রাখতে প্রস্তুত।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে নিজের নতুন কাজের যাত্রা শুরু করতে পেরে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সম্প্রতি আয়েন্দ্রী নিজের সমাজিক যোগাযোগ মাধ্যমে হাতে চিত্রনাট্য নিয়ে একটি ছবি পোস্ট করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে আয়েন্দ্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখন মায়ানগরী মুম্বাইতে রয়েছি। আমার এটিই প্রথম হিন্দিতে কাজ। আমি যা আশা করেছিলাম তার থেকেও বেশি আনন্দ করে কাজ করছি এখানে।’
তিনি আরও লিখেছেন, ‘আমার কাজের সমস্ত খুঁটিনাটি আমি পরে সময়মতো সবার সঙ্গে ভাগ করে নেব। কাজ শুরু করার আগে বেশ নার্ভাস লাগছিল, এখন অনেকটাই চাপমুক্ত লাগছে।’
আয়েন্দ্রীর এই পোস্টে তার অনুরাগীরা এবং বন্ধুরা নতুন যাত্রার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। যদিও তিনি নতুন কাজ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে তার পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে তিনি প্রথম দিনের শুটিং সফলভাবে সম্পন্ন করেছেন।
বিগত কয়েক মাস ধরে আয়েন্দ্রীকে তার শারীরিক পরিবর্তন এবং ওজন বৃদ্ধি নিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল। তবে সেসব সমালোচনা পেছনে ফেলে তিনি নিজের ওজন কমিয়ে আগের রূপে ফিরে এসেছেন এবং এবার সম্পূর্ণ নতুন উদ্যমে নিজের কর্মজীবনে মনোযোগ দিয়েছেন।