নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ৯:২০। ১০ নভেম্বর, ২০২৫।

এখন থেকে চেকবিহীন লেনদেন হবে রাকাবে

আগস্ট ৪, ২০২৩ ৪:১৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: এখন থেকে চেক ছাড়াই লেনদেন করা যাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে। এছাড়া ঘরে বসেই খোলা যাবে ব্যাংক হিসাব। শুক্রবার রাজশাহীর একটি হোটেলে এ দুটি সেবার উদ্বোধন করা হয়েছে। এছাড়া এ অনুষ্ঠানে রাকাবের ই-ব্যাংকিং মোবাইল অ্যাপেরও উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এসব সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রইছউল আলম মন্ডল।

এছাড়াও বিশেষ অতিথি ছিরেন বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান, জেলা প্রশাসক শামীম আহমেদসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, চেকবিহীন লেনদেন সেবা চালুর ফলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ গুণতে হবে না। গ্রাহকরা রাকাব ই-ব্যাংকিং মোবাইল অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে চেকবিহীন নিরাপদ লেনদেন করতে পারবেন। ই-ব্যাংকিং মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যে কোন স্থান থেকে দৈনন্দিন ব্যাংকিং লেনদেনের পাশাপাশি ব্যাংক হিসাব খোলা; রাকাব হিসাবগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিংসহ আরও নানা সেবা পাবেন।

এই উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাকাব প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে একটি গণশুনানীর আয়োজন করা হয়। গণশুনানীতে রাকাবের বিভিন্ন পর্যায়ের গ্রাহক তাদের মতামত তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।