নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ৯:১১। ২৩ মে, ২০২৫।

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

মে ২২, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তথ্য-উপাত্ত সংশোধনের আবেদন দ্রুততার সাথে নিষ্পত্তির লক্ষ্যে নির্ধারিত ‘ছক’ এ প্রতিবেদন পাঠাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত এই নির্দেশনা মাঠপর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে গত মঙ্গলবার পাঠানো হয়।

আরও পড়ুনঃ  ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি

নির্দেশনায় বলা হয়, ‘জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত আবেদনসমূহ দ্রুততার সাথে নিষ্পত্তির লক্ষ্যে আবেদনের ধরণ অনুসারে ‘সাধারণ, প্রবাসী এবং চাকুরিজীবী’ শ্রেণিতে ভাগ করে পৃথক তিনটি তদন্ত প্রতিবেদন ‘ছক’ সচিবালয়ের অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে। আবেদনকারীর পেশার ধরণ সম্পর্কে নিশ্চিত হয়ে তদন্তকারী কর্মকর্তা প্রযোজ্য ‘ছক’ (সংযুক্ত টি-১, টি-২ বা টি-৩) পূরণপূর্বক মতামত স্মারক নম্বরসহ অগ্রায়ণ পত্রাকারে নিষ্পত্তিকারী কর্মকর্তা বরাবর ইলেকট্রনিক্যালি প্রেরণ করবেন।’

আরও পড়ুনঃ  নিবন্ধন না থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য ছক টি-১ এ সাধারণ, ছক টি-২ এ প্রবাসী বাংলাদেশি এবং ছক টি-৩ এ চাকরিজীবীদের সরেজমিনে তদন্ত প্রতিবেদন নিষ্পত্তিকারী কর্মকর্তা বরাবর ইলেকট্রনিক্যালি পাঠাতে বলা হয়েছে। – বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।