নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:৩৭। ১০ সেপ্টেম্বর, ২০২৫।

ওয়াকিব হাসান আবেশ এর প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধা

সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:৩১
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : দৈনিক বাংলাদেশ সমাচার ও চ্যানেল এ ওয়ান এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ওয়াহিদুজ জামান এর একমাত্র পুত্র সন্তান ওয়াকিব হাসান আবেশ এর প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধা জানানো হয় ।

গত ৯ সেপ্টেম্বর ২০২১ সালের এই দিনে ঢাকার উত্তরায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেন।

আবেশ এর বেড়ে উঠা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া গ্রামে সাংবাদিক ওয়াহিদুজ জামানের পুত্র। আবেশ কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। মৃত্যু কালে তার বয়স ছিল ১৭ বছর। দুই ভাই বোনের মধ্যে আবেশ ছিলেন বড়।

আরও পড়ুনঃ  প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি দেয় না রাসিক, কর্মচারীদের বিক্ষোভ

বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক ওয়াহিদুজ জামান এর একমাত্র পুত্র সন্তানের অকাল মৃত্যুতে ভাঙ্গা উপজেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন সহ ভাঙ্গা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

শোক বার্তায় ভাঙ্গা প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক হাজী আব্দুল মান্নান বলেন, আবেশ বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিলেন, ফুলের মত ফুটফুটে যুবকের এভাবে চলে যাওয়া পরিবার ও আত্মীয় স্বজন সহ আমরা কোন ভাবে মেনে নিতে পারছি না। তার অকাল মৃত্যুটা খুবই বেদনাদায়ক। আবেশের অকাল মৃত্যুতে মা-বাবা সহ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা শোকে পাথর হয়ে গেছে। আবেশের হারিয়ে যাওয়ার বেদনা তা ভুক্তভোগী ছাড়া বোঝা খুব কঠিন।

আরও পড়ুনঃ  চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আরও একজন গ্রেপ্তার

বক্তব্যের পর সাংবাদিক পুত্র আবেশের মৃত্যুবার্ষিক উপলক্ষে ভাঙ্গা প্রেসক্লাব ও ভাঙ্গা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে বিশেষ এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয় । উক্ত দোয়ার মাহফিলে সাংবাদিক পুত্র আবেশের জন্য বিশেষভাবে দোয়া করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।