নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১:৩১। ২৮ জুলাই, ২০২৫।


Girl in a jacket

কত দিনের জন্য পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি?

জুলাই ২৭, ২০২৫ ৭:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : আধুনিক টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারবাহিক হতে হলে যেকোনো ব্যাটারের জন্যই পাওয়ার হিটিং দক্ষতা অপরিহার্য। আর এই জায়গায়ই বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার চিত্র স্পষ্ট। সম্প্রতি বেশ কয়েকজন তরুণ ব্যাটার পাওয়া হিটিংয়ে উন্নতি করলেও দল হিসেবে এখনো বেশ পিছিয়ে টাইগাররা। তাই পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে এবার বিশেষ কোচ নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাওয়ার হিটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে সময়ে সেরা কোচদের একজন জুলিয়ান উড। তাকেই এবার টিম ম্যানেজমেন্টে যোগ করতে যাচ্ছে বিসিবি।

আরও পড়ুনঃ  বোনের পর স্মৃতি হয়ে গেল ভাই নাফিও

আগামী আগস্টে পূর্ব নির্ধারিত কোনো ম্যাচ না থাকায় এই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার ভাবনা আছে বিসিবির। কারণ, সেপ্টেম্বরেই আবার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই ফরম্যাটটিতে ক্রিকেটারদের পাওয়ার হিটিং সামর্থ্য বাড়াতে নতুন কোচ নিয়োগের এই পরিকল্পনা বিসিবির।

সম্প্রতি ক্রিকবাজকে জুলিয়ান উড বলেন, ‘হ্যাঁ, সিমোর (ফিল সিমন্স) সঙ্গে আমি কথা বলেছি। আগষ্টে আমি মূলত তিন সপ্তাহের জন্য আসছি। আমি এমনটাই শুনেছি। কিন্তু এটা এখনো নিশ্চিত নয়। বেশিদিনের জন্যও হতে পারে। আপনি বিসিবির সঙ্গে কথা বলতে পারেন। এশিয়া কাপকে সামনে রেখে আগষ্টে ঢাকায় আসব। আমি জানি না, এটা (চুক্তি বাড়বে কি না) বিসিবির উপর নির্ভর করছে।’

আরও পড়ুনঃ  রাবিতে ‘জুলাই-২৪ কর্নার’ উদ্বোধন

আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে জুলিয়ান উডের। আইপিএল ছাড়াও আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের।

আরও পড়ুনঃ  ইতালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান : দাউদাউ আগুন, নিহত ২

টি-টোয়েন্টিতে ‘পাওয়ার হিটিং’ কথাটা মূলত উডেরই মস্তিষ্কপ্রসূত। বিগ ব্যাশ, পিএসএল ও আইপিএলে কাজ করা জুলিয়ান উড বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশেও এসেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।