নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৬:১৯। ৬ জুলাই, ২০২৫।

কমেছে পেঁয়াজ ও মরিচের দাম, বেড়েছে মুরগি-ডিমের দাম

সেপ্টেম্বর ৬, ২০২৪ ১১:৪০
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাজারে এক সপ্তাহে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। তবে বেড়েছে মুরগি ও ডিমের দাম। স্থিতিশীল আছে সবজি, গরু, খাসির মাংস, চালের দাম।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। এদিন বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৭০-১৮০ টাকা কেজি। যা আগের সপ্তাহে ছিল ২০০ টাকা কেজি। এছাড়াও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এছাড়াও আলু ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে শিম, গাজর ও টমেটো ছাড়া প্রায় সবজি ৪০-৭০ টাকায় নেমেছে। এই সপ্তাহে বেগুনের কেজি ৫০ টাকা, করলা ৪, পটোল, ঢ্যাঁড়স, ধুন্দুল, ঝিঙা ৩০-৪০ টাকা। মুলা, পেঁপে ৪০, শসা ৮০, বরবটি, কচুর মুখি ৬০-৭০ টাকা কেজি। টমেটো, গাজরের কেজি ১৩০-১৫০ টাকা, লাউ ৪০ টাকা, চালকুমড়া ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০, চিচিঙ্গা ৪০, ঢেঁড়স ৪০, পুঁইশাক ৪০ টাকা, লাল শাক ৬০ টাকায় বিক্রি হতয়েছে। পালং ও পাটশাক ১০-১৫ টাকা আঁটি।

আরও পড়ুনঃ  বাগমারায় সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান

বিক্রেতারা বলছেন, সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কমেছে। ক্রেতারা বলছেন, আগের চেয়ে দাম কমলেও অনেক জিনিসের দাম পূর্বের দামে এখনও আসেনি। সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ বাজারগুলোতে নিয়মিত নজরদারিতে বাড়াতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান ক্রেতারা।

আরও পড়ুনঃ  প্রেমের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী

ব্রয়লার মুরগির কেজি ১৭০ টাকা, সোনালি ২৫০ টাকা ও দেশি মুরগির কেজি ৫০০-৫৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এছাড়া পাতিহাঁস ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ ও খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হয়।

মাছ ও মাংসের দাম আগের মতো থাকলেও ডিমের দাম বাড়তি বলে বিক্রেতারা জানিয়েছেন। এই সপ্তাহে সাদা ডিম বিক্রি হয়েছে ৪৮ টাকা হালি। আর লাল ডিম বিক্রি হচ্ছে ৫২ টাকা হালি।গত সপ্তাহের মতোই এক কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা ও এক কেজির কম ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যূত্থান শহীদদেরা আমাদের প্রেরণা: অধ্যাপক মুজিবুর রহমান

আগের মতোই রুই, কাতলা আকার ভেদে ৩০০-৬৫০ টাকা কেজি, চিংড়ি ৫০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি। ট্যাংরা ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কাচকি, মলা মাছ ৫০০-৭০০, তেলাপিয়া ১৮০-২৫০, শিং মাছ ৫০০-৭০০, মাগুর ৬০০ ও কই মাছ ৪০০-৬০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, সিলভার ২৫০-৩০০ টাকা, পাঙ্গাস ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।