নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৮:৪৪। ৩ আগস্ট, ২০২৫।

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

আগস্ট ২, ২০২৫ ৬:৪৮
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল শুক্রবার (২ আগস্ট) এ বাংলাদেশি বিমানবন্দরের ট্রানজিট টার্মিনালের একটি গ্লাস ভাঙচুরের চেষ্টা চালান। ওই সময় সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।

আটক বাংলাদেশির নাম মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন তিনি। তার একটি কানেকটিং ফ্লাইটে করে ঢাকায় আসার কথা ছিল।

আরও পড়ুনঃ  অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে: আমির খসরু

কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে আটক করেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়।

আরও পড়ুনঃ  অভিষেকের সঙ্গে পরকীয়া গুঞ্জন নিয়ে নিমরত বললেন— ‘করুণা হয়’

সিআইএসএফের সদস্যরা পরবর্তীতে তাকে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করে। এরপর বিধানগর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

নিশ্চিত হওয়া গেছে, আশরাফুল সিঙ্গাপুরে থাকতেন এবং সেখানে কাজ করতেন। তার বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হচ্ছে।

এদিকে গত প্রায় এক বছর ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষ বেড়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে কলকাতার বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। যারা আসলে ভারতীয়। এ নিয়ে দেশটির পশ্চিমবঙ্গে এখন উত্তেজনা চলছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

সূত্র: ইন্ডিয়া টুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।