নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ১২:৪০। ২৩ জুলাই, ২০২৫।


Girl in a jacket

কলকাতায় জয়াকে দেখে ক্ষেপলেন বিজেপি নেতা, বাংলাদেশ প্রসঙ্গে করলেন কটাক্ষ

জুলাই ২২, ২০২৫ ৭:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলায় সদ্য মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। ১০ বছর পরে বাংলা ছবির দুনিয়ায় ফিরেছেন পরিচালক। তার সিনেমার নায়িকা জয়া আহসান গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন জায়গাতে প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীকে কলকাতায় দেখেই ক্ষেপলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। রীতিমতো বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেছেন তিনি। যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুনঃ  বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিয়ামতপুরে মিলাদ ও দোয়া মাহফিল

জয়ার উদ্দেশে শমীকের কটাক্ষ, ‘বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়!’

মূলত, এই নেতা দাবি করেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। যে বিষয় নিয়ে সরব নন জয়া। এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। যে কারণে জয়ার ওপর ক্ষেপেছেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

শমীকের কথায় এদিন শুরু থেকেই ছিল ব্যঙ্গের সুর। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কলকাতায়। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। এমনকি বিজেপি নেতা নিজেই তাকে দেখেছেন দু’টি অনুষ্ঠানে। যা ভালোভাবে নেননি তিনি।

সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, “জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?”

আরও পড়ুনঃ  কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৫তম জন্মদিন আজ

যদিও এই বিজেপি নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় কিছু বলেননি জয়া। বরং তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ডিয়ার মা’র প্রচারণাতেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।