নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৯:১১। ২৬ আগস্ট, ২০২৫।

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

আগস্ট ২৫, ২০২৫ ১১:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডে তারকাদের নিয়ে পাপারাজ্জিদের অস্বস্তিকর আচরণ নতুন নয়। এবার তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী মিনি মাথুর। সম্প্রতি ‘ট্রায়াল’–এর প্রচারে কালো বডিকন পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী কাজল। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয় নেটমাধ্যমে; ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

মূলত কাজলের ভাইরাল হওয়া ভিডিওটি পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা। বিভিন্ন দিক থেকে জুম করে ছবি তোলায় তার শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। আর সেখান থেকেই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। কেউ লিখেছেন ‘মোটা হয়ে গেছেন’, কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা’।

আরও পড়ুনঃ  মিমের হাত ধরে নতুন সূচনা

কাজলের এভাবে অস্বস্তিকর ছবি তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন মিনি মাথুর। অভিনেত্রী বলেন, ‘খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে এই ছবি তোলা হয়েছে। এতে শরীরের ভাঁজগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। কাজলের শরীরকে এভাবে জুম করে ক্যামেরাবন্দি করা একেবারেই উচিত হয়নি। এর ফলেই তাকে ট্রোলের মুখে পড়তে হচ্ছে।’

আরও পড়ুনঃ  অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা বানিয়েছে ইরান

তবে সমালোচনা ও কটাক্ষে কান না দিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত কাজল। ‘নয়নিকা সেনগুপ্ত’ রূপে তিনি মন দিয়েছেন প্রচারণায়, নিন্দুকদের মন্তব্যগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।