নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৫:২৯। ১০ সেপ্টেম্বর, ২০২৫।

কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬

সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:০১
Link Copied!

অনলাইন ডেস্ক : কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬ জনের নিহত হওয়ার খবর জানা গেছে। এর মধ্যে হামাসের ৫ সদস্য ও এক কাতারি কর্মকর্তা রয়েছেন। হামাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ হামলার লক্ষ্যবস্তু ছিলেন খলিল আল-হাইয়াসহ হামাসের শীর্ষ নেতারা।

হামাসের নিহত ৫ জনের মধ্যে রয়েছেন—আল-হাইয়ার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ, আল-হাইয়ার ছেলে হুমাম আল-হাইয়া, দেহরক্ষী আবদুল্লাহ আবদুল ওয়াহিদ, দেহরক্ষী মুয়ামেন হাসুনা ও দেহরক্ষী আহমেদ আল-মামলুক।

আরও পড়ুনঃ  এবার নারী ক্রিকেটেও কাউন্সিলরশিপ দাবি

গত বছর তেহরানে ইসমাইল হানিয়া, গাজায় ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক প্রধান মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকে আল-হাইয়ার গুরুত্ব অনেক বেড়েছে। বর্তমানে তিনি হামাসের নেতৃত্ব পরিষদের পাঁচ প্রধান নেতার একজন।

আরও পড়ুনঃ  শতবছর বয়সে ‘দুধের দাঁত’ গজিয়েছে বৃদ্ধের, গ্রামে মহাভোজ!

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের স্পষ্ট লঙ্ঘন। কাতার এই বেপরোয়া ‘ইসরায়েলি’ আচরণ মেনে নেবে না।

বিস্ফোরণের কিছুক্ষণ পর ‘ইসরায়েলি’ সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, শিন বেত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা হামাসের ‘জ্যেষ্ঠ নেতৃত্ব’কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৫৮, মৃত্যু শূন্য

আইডিএফের বিবৃতিতে বলা হয়, ‘বছরের পর বছর ধরে হামাস নেতৃত্বের এই সদস্যরা সন্ত্রাসী সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সরাসরি ৭ অক্টোবরের নৃশংস হত্যাযজ্ঞের জন্য দায়ি এবং ‘ইসরায়েল’-এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে।’

উল্লেখ্য, সোমবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেছিলেন খলিল আল-হাইয়া।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।