নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৯:২৬। ১ জুলাই, ২০২৫।

কাবাডি জাতীয় খেলা তাই নয়, বাঙালীর প্রানের খেলা: শফিকুল হক মিলন

জুন ৯, ২০২৫ ৩:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। শুধু তাই নয় এটা হচ্ছে বাঙালীর প্রানের খেলা। এই খেলা গ্রাম বাংলার এমন কেউ নেই যে, খেলেন নি। এই খেলাকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলার আটটি উপজেলা থেকে একটি করে মোট আটটি দল নিয়ে এই খেলায় অংশগ্রহন করছেন বলে উল্লেখ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

সোমবার (৯ জুন) সকাল ১০টায় রাজশাহী লালনশাহ্ মঞ্চ সংলগ্ন মাঠে উত্তরবঙ্গ কাবাডি একাডেমি রাজশাহীর আয়োজনে এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাব এর ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপি কাবাডি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

আরও পড়ুনঃ  জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়

তিনি আরো বলেন, শুধু আয়োজক বা খেলোয়ারগণরাই এই খেলাকে আকর্ষণীয় করতে পারেনা। আকর্ষণীয় ও সৌন্দর্য করে সবার সামনে উপস্থাপন করেন সাংবাদিকরা। তিনি বলেন, বাংলাদেশের অবস্থা বর্তমানে অন্যরকম। ৫ আগস্টের পর থেকে সকল কার্যক্রম পরিবর্তন হয়েছে। বসেছেন অন্তবর্তীকালীন সরকার। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীরা সেই সেবার জায়গায় ফেরত যেতে পারেনি। তাদেরকে সাহসের সাথে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

মিলন বলেন, বর্তমান সরকারের নিকট জনগণের আশা আকাংখ্যা অনেক থাকলেও তা পূরণ করতে পারছেনা। একটি অদৃশ্য শক্তি হয়তো তাদের কাজে বাধা প্রধান করছে। কিন্তু এ অবস্থা চলতে দেয়া হবেনা। আগামী ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন দেয়ার আহ্বানও জানান তিনি।

মিলন আরো বলেন, একটি দেশকে দ্রুত বিশ্বের নিকট পরিচিত করতে হলে ক্রীড়ার কোন বিকল্প নাই। আজেন্টিনাকে পূর্বে কয়জন মানুষ চিনতো। এমন দেশ এখনো আছে অনেকেই নামও জানেনা। অথচ এই খেলার মাধ্যমে ঐ সকল দেশ দ্রুত বিশ্বের দরবারে দ্রুত পরিচিতি পেয়েছে, আগামীতেও পাবে। সেইসাথে ব্যক্তি পর্যায়েও অনেকে বিশ্বে পরিচিতি পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  করোনায় একজনের মৃত্যু

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করার আহ্বান জানিয়ে কাবাডি খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। শেষে তিনি খেলোয়ারদের ফুল দিয়ে বরণ এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধনী ম্যাচে দূর্গাপুর উপজেলা দল ও পুঠিয়া উপজেলা দল অংশগ্রহন করেন।

মেঘনা কাবাডি ক্লাব ও একাডেমি, এডভোকেট শফিকুল হক মিলন ‘ল এসোসিয়েট ও পাইওনিয়র ‘ল এসোসিয়েট এর পৃষ্ঠোপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, আন্তর্জাতিক কাবাডি রেফারি, বিকেএফ , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এস এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কামাল আজাদ সুইট, উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান, কাবাডি ফেডারশেনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মজনু ও মহানগর যুবদলের সাবেক সদস্য রুবেল। এছাড়াও আয়োজক কমিটির সদস্য, আটটি উপজেলা দলের খেলোয়ার ও কর্মকর্তাবৃন্দ এবং শুধিজনগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।