নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:০৯। ১৮ জানুয়ারি, ২০২৬।

কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে সেবা দান করা হবে

জানুয়ারি ১৭, ২০২৬ ৭:৩০
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে সেবা দান করা হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে আমার মন্ত্রণালয় অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দাবি করছে আমরা আমাদের প্রতিটি পাড়ায়, মহল্লায় যেন একটি নারীকেও অপমান করতে না দেই, একটি শিশুর উপর নির্যাতন করতে না দেই। প্রতিটি ঘর, প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামকে দেখে রাখবে আমাদের এই অসাধারণ তরুণ সমাজ। এজন্য সরকার ৩০৯.৩৯ কোটি(জিওবি) টাকা ব্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম কার্যক্রমের সূচনা করতে যাচ্ছে। এ কার্যক্রমের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

আরও পড়ুনঃ  ছোট ভাইয়ের ১০ বছরের অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তর /সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ, সমন্বিত সেবা কার্যক্রম জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের মাধ্যমে দ্রুত সারভাইভারকে প্রয়োজনীয় জরুরী সেবা সমূহ নিশ্চিতকরণ করা হবে।

তিনি আরো বলেন,এই মন্ত্রণালয় আওতায় ১৪ টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭ টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার-১০৯, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, রিয়াল টাইম মনিটরিং ডাটাবেইজের মাধ্যমে দেশের নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করছে।

আরও পড়ুনঃ  নিজেদের আকাশসীমা খুলে দিলো ইরান

তিনি আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ২০২৬ এ সর্বস্তরের নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ কেন্দ্রিক সারাদেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও ‘নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের (QRT) কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষ্যে “পাশে আছি” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তরুণ ছেলে- মেয়েরা এবং গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তোমরা তরুণ ছেলে মেয়েরা যদি ২৪ ঘটাতে পারো। তোমরাই এ দেশকে একটি নিরাপদ দেশ গড়তে পারবে। তিনি বলেন, আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য, আমাদের শিশুদের নিরাপদের জন্য আজকের দিনে এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন এই মুহূর্তে।

আরও পড়ুনঃ  কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে : তথ্য সচিব

উপদেষ্টা গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হ্যাঁ- মানে সংস্কার, হ্যাঁ- মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ- মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য হ্যাঁ ভোট দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

পরে উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান। এ সময় উপদেষ্টা বলেন, এই দেশকে সুন্দর করতে হলে, আমাদের শিশুদেরকে নিরাপদে, আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দিতে হবে। এই প্রতিশ্রুতি নিয়ে অনেকগুলো তরুণ সংগঠন যুক্ত হয়েছে যাদের একটি উল্লেখযোগ্য অংশ জুলাই যোদ্ধা এবং তাদের অনেকেই উপস্থিত ছিল এই স্টেজে। ছোট বড় সকল ছেলে-মেয়েরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করেন ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।