নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ২:২২। ২৩ আগস্ট, ২০২৫।

কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

আগস্ট ২২, ২০২৫ ৩:৪৮
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার পদুয়ার বাজের চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম।

আরও পড়ুনঃ  সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী প্রাইভেটকার মহাসড়কের ইউলুপে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ  ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে স্বস্তির আভাস

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারের ভেতরে আরও যাত্রী আটকে থাকতে পারেন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মিলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।