নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১০:৪৮। ১৩ মে, ২০২৫।

কৃতি-পুলকিতের বিয়ে, ভেন্যু কোথায়?

মার্চ ১২, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এ জুটিরে প্রেমের বিষয়টি বি-টাউনে ওপেন সিক্রেট। কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়, বাগদান সম্পন্ন করেছেন পুলকিত-কৃতি। সব গুঞ্জন পেছনে ফেলে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পুলকিত-কৃতি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগামী ১৫ মার্চ সাকপাকে বাঁধা পড়বেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। হরিয়ানার আইটিসি গ্র্যান্ড ভারতে বসবে বিয়ের আসর। বুধবার (১৩ মার্চ) থেকে শুরু হয়ে বিয়ের অনুষ্ঠান চলবে ১৬ মার্চ পর্যন্ত। বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ  ‘খারাপ সময়, আবেগ সবটাই অভিজ্ঞতা’

পুলকিত-কৃতির জন্ম দিল্লিতে। তাদের আত্মীয়-স্বজন এনসিআর এলাকায় বসবাস করেন। আর এজন্য বিয়ের ভেন্যু হিসেবে এটিকে বেছে নিয়েছেন তারা।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘পুলকিত-কৃতি ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন। কারণ বিশেষ দিনটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান। তাদের বিয়েতে বেশ কজন তারকা অতিথি থাকবেন। তারা হলেন— ফারহান আখতার, শিবানি, জোয়া আখতার, আলী ফজল, রিচা চাড্ডা, লাভ রঞ্জন, রিতেশ সিধওয়ানি, মিকা সিং, বরুণ শর্মা।’

আরও পড়ুনঃ  সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি।

আরও পড়ুনঃ  পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল : দীপিকা

বেশ কটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। এ তালিকায় রয়েছে— ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।