নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। ভোর ৫:৪৬। ১৮ সেপ্টেম্বর, ২০২৫।

খুকি আর নেই

এপ্রিল ১৩, ২০২৩ ১১:৪২
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি (৬২) আর নেই। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজশাহী নগরীর মহিষবাথানে ‘মিশনারিস অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে’ তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শারীরীক নানা সমস্যায় ভুগতে থাকা খুকির কিছু দিন আগে আশ্রয় হয়েছিল এই আশ্রমে।

খুকির মৃত্যুর খবর পেয়ে তাঁর মরদেহ দেখতে আশ্রমে যান জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে তার মরদেহ ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সমর্থন

পরে কোয়ান্টাম ফাউন্ডেশন নিঃসন্তান খুকির মরদেহের গোসল ও দাফনের দায়িত্ব নেয়। বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীর টিকাপাড়া কবরস্থানে জানাযা শেষে খুকির মরদেহ দাফনের কথা রয়েছে। সংগ্রামী এই নারীর মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সসহ ৬ দফা দাবি ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থীর

কিশোরী বয়সে এক বৃদ্ধের সাথে বিয়ে হয়েছিল খুকির। সে সংসারের স্থায়িত্ব ছিল মাত্র এক মাস। এরপর খুকির আবার বিয়ে হলেও সে স্বামী মারা যান।
১২ ভাইবোনের কেউই নিঃসন্তান খুকির দায়িত্ব নেননি। পৈত্রিক ভিটায় সামান্য জায়গায় দুটি ঘর বানিয়ে বসবাস করতে শুরু করেন খুকি। জীবন চালাতে বেছে নেন পত্রিকা বিক্রি। দীর্ঘ ৪২ বছর ধরে তিনি পত্রিকা বিক্রি করে আসছিলেন। কিন্তু খুকি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।

আরও পড়ুনঃ  বাগমারার গাওড়া বিলে মাছ চাষে চাঁদাদাবীর অভিযোগে সংবাদ সম্মেলন

এখন থেকে ১৩ বছর আগে একটি বেসরকারী টেলিভশনে খুকিকে নিয়ে প্রচারিত একটি সংবাদ ভাইরাল হয় ২০২০ সালে। এরপর রাতারাতি দেশব্যাপী পরিচিতি পান খুকি। অনেকেই খুকির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় খুকির পাশে দাঁড়ায় জেলা প্রশাসনও। একজন সংগ্রামী নারী হিসেবে ২০২০ সালে খুকি জয়িতা পুরস্কার পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।