নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। ভোর ৫:৩৮। ১৫ মে, ২০২৫।

গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মে ১৪, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রপাগান্ডা ও বানোয়াট সংবাদ প্রচার করিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচ’টায় পরিষদের সামনে মাদারীগঞ্জ রাস্তায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, সাবেক মেম্বার আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, মহিলা নেত্রী পিয়ারা বেগম, বিএনপি নেতা টিপু মোল্লা, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, আবু সাঈদ মৃধা, কৃষকদল নেতা মেহেদী হাসান, শাহজাহান সিরাজ, আব্দুর রহিম সহ অনেকে।

আরও পড়ুনঃ  মা দিবস একটি ভালোবাসার উৎসব

উল্লেখ্য সম্প্রতি গনিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন নিয়ে উদ্দেশ্যমূলক ভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অপবাদলেপনের চেষ্টা করা হয় । সমাবেশ থেকে মিথা অপবাদের জোর প্রতিবাদ জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।