নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ২:০১। ১৪ নভেম্বর, ২০২৫।

গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, শীতে তাঁবুতেই আশ্রয় লাখো ফিলিস্তিনির

নভেম্বর ১৪, ২০২৫ ১০:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ২ লাখ ৮২ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। ফলে শীত শুরু হওয়ার আগেই লাখো মানুষ বাধ্য হয়েছেন তাঁবুতে আশ্রয় নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, শেল্টার ক্লাস্টার নামে একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে ইউএনআরডব্লিউএ এই হিসাব দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় ওই প্ল্যাটফর্ম পরিচালিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানায়, বর্তমানে কয়েক লাখ ফিলিস্তিনি সংকীর্ণ তাঁবুতে গাদাগাদি করে দিন কাটাচ্ছেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, স্যানিটেশন, পানি ও মৌলিক চাহিদা পূরণে তারা তীব্র সঙ্কটের মধ্যে আছেন।

হামাস ও ইসরায়েলের মধ্যে গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল প্রতিদিনই এ সমঝোতা লঙ্ঘন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন, পাশাপাশি খাবার, ওষুধ ও জরুরি সহায়তা গাজায় প্রবেশেও বাধা তৈরি হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৭০০ জনের বেশি মানুষ। ক্রমাগত বোমাবর্ষণ ও অবরোধে পুরো গাজা উপত্যকা এখন কার্যত বাসযোগ্যতা হারিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।