নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৬:৩৭। ২ জুলাই, ২০২৫।

গাজার মধ্যাঞ্চলে যুদ্ধ বন্ধ রেখেছে হামাস-ইসরায়েল

সেপ্টেম্বর ৪, ২০২৪ ১:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : শিশুদের পোলিওর টিকা দেওয়ার কার্যক্রম চলায় গাজার মধ্যাঞ্চলে হামলা ও পাল্টা হামলা বন্ধ রেখেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল। গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজায় পোলিও আক্রান্ত শিশু শনাক্ত হওয়ার পর সেখানে পোলিও টিকা কর্মসূচি চালাতে অনুরোধ জানায় জাতিসংঘ। এরপর তিনদিনের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হয় হামাস-ইসরায়েল।

আরও পড়ুনঃ  ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলা বন্ধ রাখার বিষয়ে আজ মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন গাজার মধ্যাঞ্চলে হামলা বন্ধ “একটি আশার বাতি এবং ভয়াবহতার মধ্যে মানবতা। যদি তারা শিশুদের মরণব্যধী ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে তাহলে তারা অবশ্যই শিশুদের যুদ্ধের ভয়াবহতা থেকেও রক্ষা করতে পারবে।”

আরও পড়ুনঃ  ইসরাইলের সঙ্গে যুদ্ধে শহীদ শীর্ষ কর্মকর্তার রাষ্ট্রীয় জানাজা ইরানে

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তা সত্ত্বেও গাজায় হামলা বন্ধ করছে না দখলদার ইসরায়েল।

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। মৃতের সংখ্যা অফিসিয়ালি ৪১ হাজার হলেও বাস্তবে এটি আরও বেশি বলে আশঙ্কা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।