নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৮:৫৯। ৫ নভেম্বর, ২০২৫।

গোদাগাড়ীর শ্রেষ্ঠ শিক্ষক এস এম তিতুমীর

মে ২৭, ২০২৩ ৭:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এস এম তিতুমীর। তিনি উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় শুক্রবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।

এস এম তিতুমীর ২০০৪ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। অত্যন্ত সংস্কৃতিমনা এই শিক্ষক একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও সম্পাদক। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও স্ক্রিপ্ট রাইটার তিনি। বেতারের শিক্ষার্থীদের আসর ও সাহিত্য আসরের সঞ্চালক। তিনি ক্রীড়া ধারাভাষ্যকার এবং আবৃত্তি শিল্পী হিসেবেও সমধিক পরিচিত। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন থেকে এই শিক্ষক সম্মাননা লাভ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।