নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৯:৪০। ২২ মে, ২০২৫।

গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার

মে ২২, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ভবানীগঞ্জ বাজারে আসে বকুল আলী খরাদী । সেখানে সাধারণ জনতা আওয়ামী লীগের এই নেতাকে ধরে পুলিশের খবর দেয়। পরে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৭

গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানাগেছে।

আরও পড়ুনঃ  বাগমারায় আল বায়া এনজিও সংস্থার প্রতারণার শিকার ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বকুল আলী খরাদীর বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা খরাদীপাড়া। বকুল আলী খরাদী চেউখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে বকুল আলী খরাদীকে গ্রেফতার করেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।