নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। ভোর ৫:৪৯। ২৩ আগস্ট, ২০২৫।

চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

আগস্ট ২৩, ২০২৫ ১২:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : নেদারল্যান্ডস সিরিজ ও আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ তিন বছর পর দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সর্বশেষ তিনি খেলেছিলেন ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার আবারও নতুন করে সুযোগ পেলেন তিনি। এছাড়া দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও ব্যাটার সাইফ হাসান।

এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে : মালাইকা

বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

গ্রুপ ‘এ’-তে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, সাথে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তিনটি ম্যাচই হবে আবুধাবিতে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

আরও পড়ুনঃ  সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার

নেদারল্যান্ডস সিরিজ

এশিয়া কাপের আগে বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শুরু হবে ৩০ আগস্ট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজের জন্যও একই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

আরও পড়ুনঃ  ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে স্বস্তির আভাস

বাংলাদেশ দলের স্কোয়াড

লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।