নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:২৩। ২৯ আগস্ট, ২০২৫।

চলে গেলেন পুঠিয়া ইউএনও, নিয়ে গেলেন হাজারো মানুষের ভালোবাসা, হয়ে ছিলেন আস্থার প্রতিক

আগস্ট ২৮, ২০২৫ ৯:৫৭
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহী পুঠিয়া থেকে চলে গেলেন পুঠিয়া ইউএনও নিয়ে গেলেন হাজারো মানুষের ভালোবসা হয়ে উঠেছিলেন আস্থার প্রতিক। গত ১৩ ই জুলাই ২০২৩ তারিখ পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহন করেন এ,একে,এম,নুর হোসেন নির্ঝর, এর মধ্যে কেটেছে ২ বছর ১ মাস ১৫ দিন, এসময় ২ এমপি ১ মন্ত্রী শতশত প্রটোকল একাধিক নির্বাচন সব শেষে ৫ ই আগষ্ট।

৫ আগষ্টের পরে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটেছে তারই ধারা পুঠিয়া উপজেলায় বিদ্যমান ছিল। সেই সময় পার করে পুঠিয়া ইউএনও তার দায়িত্ব কি সেটা প্রমাণ করেছে নিষ্ঠার সাথে। যখন ৬ টি ইউনিয়ন ১ পৌরসভা চেয়ারম্যান শূন্য, শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি শুন্য তখন পদাধিকার ভিত্তিতে তিনি সভাপতি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছেন সেসকল প্রতিষ্ঠানে, এমনকি উপজেলা ভূমি অফিসে যখন সহকারী কমিশনার ভূমি বদলিজনিত কারণে চলে যান তখন পৌরসভা চেয়ারম্যান না থাকায় এ দুটি দপ্তরের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন এই ইউএনও । সেখানে কোন রকম কোন প্রকার সময়ের কারপূর্ণ না করে রাত ১২ টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন দায়িত্ববোধ থেকে। এই মানবিক মানুষটি দীর্ঘ এই সময়টি উপজেলায় যে কাজ করেছেন তা পুঠিয়া মানুষের কাছে অবিস্মরণীয় বলে অনেকে মনে করছেন।

আরও পড়ুনঃ  যশোর কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় কর্মচারী আটক

৫ আগস্টের পরে দলবল নির্বিশেষে রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার যোগ্যতার পরিচয় দিয়ে কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুঠিয়া উপজেলাকে যত্নের সাথে আগলে রেখেছেন। আইনশৃঙ্খলা ছিল বেগবান সাথে ছিল তার সততার শক্তি কমতি রাখেনি কোন কিছুতেই । তিনি ক্রীড়া ও সংস্কৃতি সহ সকল বিষয় দক্ষতার সাথে কাজ করেছেন। এই মানুষটি কবিতা আবৃত্তিসহ আরো অনেক বিষয় নিয়ে মঞ্চে উপস্থিত থাকেছেন, দিয়েছেন কচি কাঁচা বাচ্চাদের অভূতপণ্য ভালোবাসা, তিনি তার দায়িত্ব পালনের সময়ে ছুটি কাটানোর চিন্তাটাও করেনি উপজেলাকে ভালো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সেই লক্ষ্যে। গরিব অসহায় মানুষ যদি তার টেবিলের সামনে যেতো সুন্দর একটি হাসি দিয়ে তাদের মনের কথা সময় নিয়ে সান্ত ভাবে শুনতো এবং সাধ্যমত চেষ্টা করত তার দপ্তর থেকে বা নিজের থেকে একটু সহযোগিতা করবার। মানবিক মানুষটি কখনোই কারো সাথে কোন বৈরী আচরণ করে নাই বলে একাধিক সূত্র জানিয়েছে। যেকোনো সমস্যা হলে অভিযোগ করা মাত্রই সে নিজেই তদন্ত করে ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে গরিবের অভিযোগগুলি সে বিশেষ দৃষ্টিতে দেখেছেন বলে অনেকেই জানিয়েছেন। সুযোগ্য অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বিদায়ের কথা শুনে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষকসমাজ, সহ পুঠিয়া বাসি দীর্ঘদিন তাকে স্মরণ করবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আহত ৯

২৮ আগষ্ট বৃহস্পতিবার শেষকার্যদিবস শেষ করে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দিবেন। স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য স্কটল্যান্ডে আগামী ১৫ সেপ্টেম্বর চলে যাবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।