নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সন্ধ্যা ৬:২০। ৪ আগস্ট, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নবাগত ইউএনওর যোগদান

জুন ১৯, ২০২৫ ৭:১৫
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ নুরুল ইসলাম। বুধবার (৪ জুন) নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।

এ সময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। তাকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ওপর ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাগত ইউএনও মোঃ নুরুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাসিন্দা। এর আগে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে চাকুরীজীবন শুরু করেন, অতঃপর বগুড়া সদর ও একই জেলার নন্দীগ্রামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় ইউএনও হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুনঃ  জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি চলছে: ইসি সচিব

৪ জুন নতুন কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় আনন্দমূখর পরিবেশে যোগদান করেন। তিনি শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।