নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ১০:৪৩। ২৩ অক্টোবর, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৬:৫১
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার কোচিং সেন্টারের ভেতরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার শিক্ষক শামিম রেজা লিপ্টন পৌর এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক ও রেহাইচর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী কলেজছাত্রীর স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার ভোরে কোচিং সেন্টারে যান ওই কলেজছাত্রী। এ সময় কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টন তাঁর শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান কলেজছাত্রী।

এরপর বিকেলে আবারও কোচিং সেন্টারে যান ভুক্তভোগী ছাত্রী। এ সময় আবারও শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে মারধর করে জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোচিং শিক্ষক শামিম রেজাকে উদ্ধার করে আনা হয়েছে।

বিক্ষুব্ধ জনতা কিছু মারধর করেছেন। এ ঘটনা ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। কাল বৃহস্পতিবার সকালে আদালতে তাঁকে পাঠানো হবে।

ওসি এ কে এম আলমগীর জাহান আরও বলেন, ‘অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষক কলেজছাত্রীকে শ্লীলতাহানির কথা শিকার করেছেন।’

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।