নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৩:৩৪। ১৫ অক্টোবর, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই পক্ষের সংঘর্ষ : আহত নারী-পুরুষসহ অন্তত ১৫

অক্টোবর ১৪, ২০২৫ ৭:১১
Link Copied!

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ সকালে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ি মারকইল এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আরও পড়ুনঃ  ‘অসামাজিক কাজের’ অভিযোগে নারীর গলায় জুতার মালা, কাটা হলো চুল

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের প্রার্থী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।