নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১১:৫৩। ১৪ মে, ২০২৫।

চারঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৭:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মো. নূর (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নূর টাংগন এলাকার মো. সোহেলের ছেলে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৩ জন

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে নূরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন: চিকিৎসকদের প্রধান উপদেষ্টা

তিনি জানান, পদ্মায় গোসলে নেমে তলিয়ে গিয়েছিল নূর। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। পরে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।

আরও পড়ুনঃ  শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।