নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১১:৪৭। ১৪ মে, ২০২৫।

চারঘাটে ফেন্সিডিলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আগস্ট ১৭, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রাজশাহী র‍্যাব -৫ এর সদস্যরা বুধবার বিকেলে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরাে হলো- রাজশাহীর হরিপুর বেড়পাড়া এলাকার গোলাম নবীর ছেলে আবু সাঈদ (২৮) ও নগরীর কাজিহাটা এলাকার সারোয়ার রেজার ছেলে হোসেন রেজা (৩২) ।

আরও পড়ুনঃ  তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

র‍্যাব জানায়, র‍্যাব গোপন সংবাদে জানতে পারে রাজশাহীর চারঘাট থানার টাঙ্গন মধ্যপাড়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‍্যাবের একটি দল চারঘাট থানার ইউসুফপুর ইউপির জাহিদ নামে এক ব্যক্তির বাড়ির পেছনে অভিযান চালায়। এসময় সেখান থেকে সন্দেহভাজন হিসাবে সাইদ ও রেজাকে আটক করে র‍্যাব।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : আমবাগান থেকে মরদেহ উদ্ধার

পরে তাদের দেয়া তথ্যমতে, সেখানকার ডোবার পাশে বালির নিচ থেকে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের চারঘাট থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।