নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৪৬। ৭ জানুয়ারি, ২০২৬।

চারঘাটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জানুয়ারি ৪, ২০২৬ ১১:২০
Link Copied!

চারঘাট প্রতিনিধি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চারঘাট আলহাজ্ব এম এ হাদী ডিগ্রি কলেজের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

আরও পড়ুনঃ  সৌদি আরবে কর্মী পাঠানোর রেকর্ড

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

আরও পড়ুনঃ  আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা

চারঘাট আলহাজ্ব এম এ হাদী ডিগ্রি কলেজের আয়োজনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, চারঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট ও চারঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, বুলবুল আহম্মেদসহ কলেজ গভর্নিং বডির সদস্য মনিরুল ইসলাম মনি, গোলাম মোস্তফা, জমির উদ্দিন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।