নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:২৬। ২ নভেম্বর, ২০২৫।

চুল ঝাঁকিয়ে নাচের তালে আমিরাতে ট্রাম্পকে স্বাগত: ‘দারুণ লাগছে!’

মে ১৬, ২০২৫ ৪:১৯
Link Copied!

অনলাইন ডেস্ক : তিন দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ও কাতার সফর শেষে বৃহস্পতিবার (১৫ মে) তিনি আবুধাবিতে পৌঁছালে তাকে বরণ করে নেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ট্রাম্প ও তার সফরসঙ্গীদের জন্য আয়োজন করা হয় বিশেষ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। আমিরাতি তরুণীরা ‘খালেগি’ নাচের মাধ্যমে তাকে স্বাগত জানান, যেখানে অংশগ্রহণকারীরা লম্বা চুল খোলা রেখে মাথা দুলিয়ে নৃত্য করেন। ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দারুণ লাড়ছে!”

মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ পরামর্শক মার্গো মার্টিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, নাচের তালে চুল দোলাচ্ছেন স্থানীয় তরুণীরা।

এর আগে সফরের প্রথম দিন মঙ্গলবার ট্রাম্প পৌঁছান সৌদি আরবে এবং বুধবার ছিলেন কাতারে। তবে তার এই সফর ঘিরে বিতর্কও কম হয়নি।

এদিকে আরবের ধনী দেশগুলো যখন ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ব্যস্ত, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের ওপর বর্বরতা আরও বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেসি জানিয়েছে, বুধবার (১৪ মে) রাতভর ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।

এমনকি মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকা নিয়ে বিতর্কিত নানা মন্তব্য অব্যাহত রেখেছেন। ট্রাম্প বলেছেন, তিনি গাজা ‘নিতে’ চান এবং এটিকে ‘ফ্রিডম জোনে’ পরিণত করতে চান।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা সম্পর্কে আমার কিছু ধারণা আছে, যা আমার মনে হয় খুবই ভালো। এটিকে একটি ফ্রিডম জোন হিসেবে গড়ে তোলা যায়। সেখানে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত হতে দিন এবং এটিকে (গাজা) কেবল একটি ফ্রিডম জোন হিসেবে গড়ে তুলুন।

চলতি বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মালিকানা গ্রহণ করবে এবং পুনর্নির্মাণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।