নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:৪৬। ১১ নভেম্বর, ২০২৫।

চুলার আগুনে শিশুর মৃত্যু

নভেম্বর ১১, ২০২৫ ৭:৩৯
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে খেলার সময় ধান সিদ্ধ করার বড় চুলার আগুনে দগ্ধ হয়ে সৌরভ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সৌরভ উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রোলভা গ্রামের সাইফুল ইসলাম প্রামাণিকের ছেলে।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, গত মঙ্গলবার সকালে সৌরভ তার সমবয়সি শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সে ধান সিদ্ধ করার বড় চুলার ভেতর পড়ে যায়। কিছুক্ষণ আগেই সেই চুলায় ধান সিদ্ধ করায় ছাইয়ের ভেতরে থাকা আগুনে শিশুটি দগ্ধ হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।