নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১১:৪৯। ১৪ মে, ২০২৫।

চোটাক্রান্ত পা নিয়েও ধোনির গতি ২৬ কিলোমিটার

মে ১২, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ইনজুরি নিয়েই আইপিএলের ষোড়শ আসর খেলছেন মহেন্দ্র সিং ধোনি। কাঁধে আছে নেতৃত্বের দায়িত্ব। তবে ইনজুরি দমাতে পারেনি ৪২ ছুঁই ছুঁই বয়সের ভারতের সাবেক অধিনায়ককে। টুর্নামেন্টর শুরুর দিকে ছন্দহীন থাকা দলকে তিনি ছন্দেও ফিরিয়েছেন। আইপিএলের একাধিক ম্যাচে ইনজুরিের জন্য ধোনির চলাফেরায় অস্বস্তি ছিল। কয়েকটি ম্যাচে খোঁড়াতে দেখা গেছে। তবু বাইশ গজে ধোনি দুর্দান্ত।

আরও পড়ুনঃ  টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

আইপিএল শুরুর আগে অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন ধোনি। যে কারণে তার দৌড়াতে সমস্যা হয়। সিঙ্গেল-ডাবলস যাতে না নিতে হয়, সে কারণে ৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন ধোনি। তবু দলের প্রয়োজনে দৌড়াতে হচ্ছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে একটি সিঙ্গেল-ডাবলস রান নেওয়ার সময় ধোনির গতিবেগ ছিল ঘণ্টায় ২৬ কিলোমিটার। সিঙ্গেল-ডাবলস রান নেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত বিরাট কোহলির সর্বোচ্চ গতিবেগ ৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আরও পড়ুনঃ  ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

ধোনি এমনিতেই ছোটখাটো ইনজুরিকে পাত্তা দেন না। তার ইনজুরি কতটা গুরুতর, সে বিষয়েও কিছু জানায়নি চেন্নাই কর্তৃপক্ষ। ধোনির সাবেক জাতীয় দলের সতীর্থ ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, ধোনির বাঁ পায়ের হাঁটুতে আইস প্যাক বাঁধা! তার মানে ধোনির ইনজুরি একেবারে ছোটখাটোও নয়। কিন্তু ইচ্ছাশক্তির জোরেই তিনি ইনজুরিকে হারিয়ে দিয়ে বাইশ গজে খেলে যাচ্ছেন। সেই ইচ্ছাশক্তি দিয়েই কি এবার চ্যাম্পিয়ন করতে পারবেন চেন্নাইকে?

আরও পড়ুনঃ  একই দিনে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।