নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ২:০২। ১৬ জানুয়ারি, ২০২৬।

ছোট ভাইয়ের ১০ বছরের অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

জানুয়ারি ১৬, ২০২৬ ১০:২৫
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: মাত্র ১৮ বছর বয়সেই- পিতা নামক বট বৃক্ষকে হারিয়েছেন মিরাজ শেখ। এরপর, পিতৃতুল্য আপন বড় ভাই শাহিন শেখের সাথে ২০১৪ সালে পাড়ি জমিয়েছিলেন- মালয়েশিয়ায়। উদ্দেশ্য ছিল- সামাজিকভাবে, পরিবারের সবাইকে নিয়ে উন্নত জীবনযাপন করা। উপার্জন করা সম্পূর্ণ অর্থ- শাহীন শেখের একাউন্টের মাধ্যমে দেশে পাঠাতেন মিরাজ। এ কারণে তিনি, পরিবারের হাস্যজ্জ্বল চেহারা দেখতেন প্রতিনিয়ত। কিন্তু, অন্ধকারাচ্ছন্ন কালো মেঘের ছায়া নেমে আসে- মিরাজের জীবনে। সম্প্রতি, দীর্ঘ প্রায় এক যুগ পরে- দেশে ফিরেছেন মিরাজ। নিজের বাড়িতে পৌঁছাতেই- পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে অসদাচরণ করতে থাকে। শেষমেশ, প্রবাস জীবনের কষ্টার্জিত সঞ্চয় ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় আপন বড় ভাই। একইসাথে, তাঁকে একাধিকবার হামলারও শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন মিরাজ।
‎‎

আরও পড়ুনঃ  বাগমারায় স্কুল শাখায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হেলাল উদ্দীন

অভিযুক্ত আপন বড় ভাই হলেন- ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের রায়পাড়া সদরদী (৭ নং ওয়ার্ড) এলাকার মৃত আরশাদ শেখের ছেলে শাহীন শেখ। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মিরাজ। তবে, অভিযোগ দায়েরের একদিন পরেই (সোমবার ১২ জানুয়ারী) দেশ ছেড়েছেন তিনি। বর্তমানে, সৌদি আরবে রয়েছেন অভিযুক্ত শাহীন শেখ।

আরও পড়ুনঃ  মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

অভিযোগ সূত্রে ও স্থানীয়রা জানান- মিরাজের জীবনে নেমে এসেছে- অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ। একাধারে তিনি প্রবাসে থাকায়- শেষবারের মতো ছুয়ে দেখতে পারেনি, গর্ভধারিনী মায়ের মুখ-খানি। দুই বছর পূর্বে- এতিম মিরাজ হারিয়েছেন জন্মদাত্রী মাকেও। নিজের সর্বোচ্চ পরিশ্রম! বিনিময়ে- পরিবারের সুখ। পরিশ্রমের কারণে ক্লান্তিতে শরীর নিস্তেজ হলেও, একবিন্দু মানসিকতার পরিবর্তন ঘটেনি অদম্য মিরাজের। তিনি, পরিবারের সকলের হাস্যজ্জ্বল চেহারা দেখতেই- অক্লান্ত পরিশ্রম করেছেন প্রতিনিয়ত। রক্ত পানি করা উপার্জন বড় ভাই শাহীনের একাউন্টের মাধ্যমে দেশে পাঠাতেন মিরাজ। মোট ৩২ লাখ টাকা গচ্ছিত রাখতে- বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে শাহীনকে দিয়েছেন মিরাজ। বড় ভাই শাহীনের প্রতি তাঁর ছিলো অত্যন্ত আস্থা ও সরল বিশ্বাস। কিন্তু, বাবা-মায়ের অবর্তমানে- ছোট ভাইয়ের অর্থ ও সম্পত্তি আত্মসাৎ করেছেন বড় ভাই শাহিন। সরলতার সুযোগ নিয়ে- অমানবিক, নিষ্ঠুরতা ও পাষন্ড আচরণ মেনে নিতে পারছেনা মিরাজ সহ স্থানীয়রা। সংবাদের বাকী অংশ আসছে ২য় পর্বে…

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।