নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:৪৫। ২৯ আগস্ট, ২০২৫।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসছে জনপ্রিয় ব্যান্ড ‘সহজিয়া’

আগস্ট ২৯, ২০২৫ ৪:১৯
Link Copied!

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষে যুগপূর্তি উৎসব ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্টে সংগীত পরবেশন করতে আসছেন জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘সহজিয়া’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী  ইউছুব ওসমান শুক্রবার ২৯ আগস্ট এ বিষয়টি করেছেন।

ইউছুব ওসমান বলেন, শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া লোক প্রশাসন বিভাগের যুগপূর্তি উৎসব ও মিলনমেলা উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে আমরা জনপ্রিয় মিউজিক ব্যান্ড সহজিয়া কে আমন্ত্রণ জানিয়েছি, তারা সন্ধ্যার পর মঞ্চে উঠবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইটি জনপ্রিয় ব্যান্ডও কনিসার্টে গান গাইবেন। সবাইকে এই উৎসবে আমন্ত্রণ। তবে সবাই যাতে সুশৃঙ্খল থেকে সংগীত উপভোগ করে সেই অনুরোধ জানাচ্ছি। আশাকরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সেই বিষয়টি খেয়াল রাখবেন।

আরও পড়ুনঃ  দল যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব: ফজলুর রহমান

জানা গেছে, ২০১৩ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। গত ১৮ আগস্ট এক যুগ পূর্তি হয়েছে বিভাগটির যাত্রার। সেই উপলক্ষে আয়োজন আয়োজন করা হয়েছে যুগপূর্তি উৎসব ও মিলনমেলা ২০২৫। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে মুক্তমঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেব বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন উপস্থিত থাকবেন। এছাড়াও বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রাণের মিলনমেলা।

আরও পড়ুনঃ  জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

দীনব্যাপী থাকছে নানা আয়োজন। দুপুরের পর বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে কনসার্ট। সহজিয়া ব্যান্ড ছাড়াও গান গাইবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় মিউজিক ব্যান্ডগুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।