নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৪:১১। ১২ অক্টোবর, ২০২৫।

জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে সেরা শার্শার ইউএনও নির্বাচিত ডা. কাজী নাজিব হাসান

অক্টোবর ৯, ২০২৫ ২:৪১
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: দেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর ও সিটি মেয়র, কাউন্সিলরগণ কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়।

আরও পড়ুনঃ  কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে : পরওয়ার

সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শনের জন্য খুলনা বিভাগীয় কার্যালয়ের মনিটরিং সেল সেরা ১০ জন উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষণা করে। এ তালিকায় যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান ১৭১% পারফরম্যান্স স্কোর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনার ফুলতলার ইউএনও তাসনিম জাহান (১৬৩%), আর তৃতীয় স্থান অধিকার করেছেন মাগুরার শালিখার ইউএনও মো. বনি আমিন (১৪২%)।

আরও পড়ুনঃ  বাঘায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক ৭

ডা. কাজী নাজিব হাসানের এই সাফল্যে শার্শাবাসী গর্বিত ও আনন্দিত। তার এই অর্জনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা ফুল দিয়ে ইউএনও মহোদয়কে অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ  রাকসুর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে নানা প্রতিশ্রুতি ভিপি প্রার্থীদের

শার্শার ইউএনও ডা. কাজী নাজিব হাসানের এই কৃতিত্ব শুধু প্রশাসনিক সাফল্য নয়, বরং এটি জনগণের সেবায় দায়িত্বশীলতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।