নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১২:৪৬। ১২ আগস্ট, ২০২৫।

জয়পুরহাটে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলো যুবককে

আগস্ট ১১, ২০২৫ ৫:৪৫
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে ফেলে দিলো যুবককে। জেলার আক্কেলপুরে চলন্ত ট্রেনের ছাদে সব কিছু কেড়ে নিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। আহত অবস্থায় ওই যুবককে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ১০ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার চকরঘুনাথ এলাকায় পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়।

আহত আমিনুর ইসলাম দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত তিনি ।

আরও পড়ুনঃ  কারিনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার স্মৃতিচারণ করে বিতর্কে অর্জুন

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। আক্কেলপুরের চকরঘুনাথ এলাকায় তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।

আহত আমিনুর ইসলাম জানান, আমি পাবনায় ফায়ার সার্ভিসে বাবুর্চি পদে চাকরি করি। আজ বাড়ি যাওয়ার জন্য একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে দিনাজপুর যাচ্ছিলাম। ট্রেনের ছাদে দু’জন সন্ত্রাসী এসে আমার কাছে যা আছে তাই চান। কিন্তু আমার কাছে কিছু নাই বলার পর ব্যাগ, মোবাইল ও কাছে থাকা কিছু টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায় তারা সব কিছু কেড়ে নিয়ে ছাদ থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আরও পড়ুনঃ  আমেরিকান পণ্যে ৫০% শুল্ক বসানো উচিত : শশী থারুর

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান জানিয়েছেন, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাটে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ তাকে জয়পুরহাট হাসপাতালে রেফার্ড করেছে। আর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।