অনলাইন ডেস্ক : ‘অপারেশন সিন্দুর’ ইস্যুতে তোপের মুখে পড়েছে মোদি সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, জয়শঙ্করের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি।
ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এই খবর জানায়।
কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে আবারও প্রশ্নবাণে বিদ্ধ করলেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি পাকিস্তানকে আগে থেকে অভিযানের খবর জানানোয় ভারত কয়টি যুদ্ধবিমান হারিয়েছে সেই জবাব চান।
একে ‘অপরাধ’ আখ্যা দিয়ে রাহুল বলেছেন, জয়শঙ্করের নীরবতাই প্রমাণ করে তার মতো একজন পররাষ্ট্রমন্ত্রী দেশের জন্য কতটা ভয়ংকর।
যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, পানি ইস্যুতে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। দেশটির আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যেন পাকিস্তানের ২৪ কোটি মানুষের জন্য পানি বন্ধ করার সাহস না করে। এমন কিছু হলে বিশ্ব তার ‘ভয়ংকর পরিণতি’ দেখবে এবং সেই যুদ্ধ বছরের পর বছর চলবে।
চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তিনদিনের এই সফরে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।
এরআগে কাশ্মীরে হামলা ও অপারেশন সিন্দুরের পরবর্তী প্রতিক্রিয়ায় চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দুই দেশের ‘আয়রন ব্রাদারহুড’ সম্পর্ক পুনর্ব্যক্ত করে।
এদিকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। ৮ মে পাকিস্তান থেকে ছোড়া একাধিক চীনা ও তুর্কি ড্রোন, এ-১০০ রকেট ও পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে ভারত।