অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। এখনো ছয়টি হলের ভোট গণনা বাকি রয়েছে এবং সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা দুপুরের মধ্যে ভোট গণনা শেষ করতে পারবো। এরপর আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। আশা করি, সন্ধ্যা ৭টার মধ্যে ফল প্রকাশ করতে পারবো। এ বিষয়ে আপনাদের সবার সাহায্য কামনা করছি।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন।