নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৫৮। ২ অক্টোবর, ২০২৫।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমুলক কর্মসূচী পালন

অক্টোবর ২, ২০২৫ ৭:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ ঊপলক্ষে সারা মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচী অংশ হিসাবে বৃহস্পতিবার ২ অক্টোবর নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যেগে রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে সড়ক দূর্ঘটনারোধে সচেতনতামুলক ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরন করা হয়।

আরও পড়ুনঃ  নাচোল ফতেপুর ইউনিয়নে বিএনপি নেতা কবির হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন

নিসচা’র সড়ক যোদ্ধাসহ ট্রাফিক পুলিশগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌ. জিয়াউদ্দীন আহমেদ, সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা: আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যনির্বাহী সদস্য সবুজ আলী ,আজমিরা আক্তার পাপিয়া ,সদস্য- ডা: আরিফ হোসেন শাহান, ইসতিয়াক, মিজান, সাগর, আঁখিমনি, মেরিনা, মাহি প্রমুখ।

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

বক্তারা সকলে রাজশাহী মহানগরীতে যানজট ও সড়ক দুর্ঘটনামুক্ত করতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা,গুরুত্বপূর্ণ স্থানে অভিজ্ঞ ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা এবং ফুটপাথ জনগনের চলাচলের জন্য উপযোগী করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।