নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ২:৫০। ১৩ জুলাই, ২০২৫।

জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : দুলু

জুলাই ১২, ২০২৫ ৬:৪৯
Link Copied!

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমানসহ আমাদের অমানবিক নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন যারা নির্যাতিত হয় তারা মজলুম। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো মজলুম, কারণ বিএনপি এখনো নির্যাতিত। অথচ সম্প্রতি একটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য। জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে জুলাই অভ্যুত্থান ও শহীদের স্মরণে নাটোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড

দুলু বলেন, বিএনপি কখনোই চাঁদাবাজি, সন্ত্রাসী পছন্দ করে না, প্রশ্রয় দেয় না। আপনারা দেখেছেন ঢাকায় একজন ব্যবসায়ী হত্যার ঘটনার সাথে যারা জড়িত, দলের নির্দেশে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। ৫ আগস্ট এর আগে লোক খুঁজে পাই নাই মিটিং-মিছিল করার জন্য। অথচ ৫ তারিখের পরে মঞ্চে জায়গা পাওয়া যায় না।

সন্ত্রাসী-চাঁদাবাজদের হুশিয়ার করে তিনি বলেন, বিএনপিতে কোন অন্যায়কারীর জায়গা হবে না। বেগম খালেদা জিয়া কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেন না। আগামী দিনেও দেবেন না। কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ, মাস্তানের স্থান বিএনপিতে হবে না।

আরও পড়ুনঃ  শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না -প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মুজুরি নিশ্চিতের আশ্বাস দিয়ে দুলু বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়টি তারেক রহমান তার ৩১ দফায় উল্লেখ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বাজার মূল্যের সাথে বিবেচনা করে শ্রমিকের বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের অবদান স্মরণ করে তিনি বলেন, এই শ্রমিকরাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্দোলনের সময় অনেক আহত ছাত্ররা রাস্তায় পড়েছিল। একজন শ্রমিক, ভ্যানচালক, রিকশাচালক তাদের হাসপাতালে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষ এই শ্রমিকদের ঋণ শোধ করতে পারবে না।

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় সমাবেশে শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।