নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:৫০। ২১ মে, ২০২৫।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

নভেম্বর ৭, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে রাজশাহীতে। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা কমিটির উদ্যোগ বৃহস্পতিবার সকালে নগরীর জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এর পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।সংগঠনটির রাজশাহী জেলা কমিটির সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেনের সঞ্চালনার জেলার ১১ টি কলেজ থেকে শিক্ষকরা কর্মসূচিতে যোগ দেন। উসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য ওয়ালী মোহাম্মদ ওলী, মোঃ মেহেদি হাসান, বিশ্বজিৎ কুমার, মোঃ আসরাফুল আলম. দেলোয়ার হোসেন. নুরুল বাসার. তোতা মোল্লা. নাজমুল হক, এনামুল হক, রাকসানা খাতুন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।