নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:৪২। ১৭ জুলাই, ২০২৫।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

জুলাই ১৬, ২০২৫ ১১:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার পদার্থবিজ্ঞান (৪র্থ পত্র) বিষয়ের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় ত্রাণকেন্দ্রে ভিড়ে চাপা পড়ে ২০ জনের মৃত্যু

এতে বলা হয়েছে, আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৪র্থ পত্র (পত্র কোড–১২২৭০৩) পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষা স্থগিতের নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নতুন তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ২০

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ ও সময়ে যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে, ৩ জুন ২০২৫ তারিখে প্রকাশিত সময়সূচিতে আগামী ২১ জুলাই পদার্থবিজ্ঞান (৪র্থ পত্র) পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত ছিল। সেই সময়সূচি অনুযায়ী অন্য সব পরীক্ষা অপরিবর্তিত থাকবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।