নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৩:৩৮। ৮ জুলাই, ২০২৫।

জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে : বাঁধন

জুলাই ৭, ২০২৫ ৬:৩১
Link Copied!

অনলাইন ডেস্ক :  ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর কন্যা সন্তানের মা হন অভিনেত্রী। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই সন্তানের লালন-পালন করছেন তিনি।

দীর্ঘসময় ধরে সিঙ্গেল থাকলেও নতুন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী। তবে একাধিকবার বাঁধন বলেছেন, মেয়ে সায়রা চায়- মায়ের জীবনে উপযুক্ত একজন জীবনসঙ্গী আসুক।

বাঁধনের কথায়, আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়- ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।

আরও পড়ুনঃ  শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

কেমন জীবনসঙ্গী চান, সেটাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তার কথায়, আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে।

বাঁধন বললেন, ‘তাকে আমার সঙ্গী হতে হবে, রক্ষক না। তার আমাকে রক্ষা করতে হবে না, সে শুধু আমার জীবনসঙ্গী হতে পারবে।’

এরপর অভিনেত্রী বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। কারণ, এই বয়সে এসে বুঝানোর সময় নাই, আমি কেনো ফেমিনিস্ট বা কি চাই। তাকে অবশ্যই আমার চিন্তাভাবনার সঙ্গে মিলতে হবে।’

আরও পড়ুনঃ  পাহাড়ি অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য

এর আগে বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্য রকম একটা জীবন লাভ করছি। নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।

অতীত নিয়ে আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘বিয়ে হোক বা যাই হোক, আমার জীবনের পথচলায় কখনও সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি, ওরকম কিছু হয়নি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।