নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। বিকাল ৪:২৯। ১৬ মে, ২০২৫।

জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে ২০ শতাংশ

মে ১৬, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি বছরের ১ জুলাই থেকে আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

আরও পড়ুনঃ  প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি : রাজশাহী বিভাগীয় কমিশনার

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘আগামী ১ জুলাই থেকে আইএসপি ও আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমানো হবে। পরে এই প্রভাব গ্রাহক পর্যায়েও পড়বে। মোবাইল অপারেটরদেরও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী’র দাফন সম্পন্ন

তিনি আরও বলেন, ‘আমরা চাই নাগরিকরা কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা গ্রহণ করুক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।